banner

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং, ,

পোস্টটি 640 বার পঠিত

 

সময় হলে ঘুরে আসুন টাংগুয়ার হাওর এবং বারাকীয়ার টিলা

নাজির হোসেইন: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় টাংগুয়ার হাওর এবং বারাকীয়ার টিলা দুটি স্থান পর্যটকদের জন্য এখন সহজগম্য হয়েছে। আব্দুজ জহুর সেতুর কল্যানে কার ও মাইক্রো করে সরাসরি চলে যাওয়া যায় তাহিরপুর এবং লাউরের গড় । তাহিরপুর থেকে নৌকা করে ঘুরে আসতে পারেন টাংগুয়ার হাওর। লাউরের গড় থেকে যাদুকাটা নদী পেরুলেই বারিকীয়ার টিলা । হাওড় আর পাহাড়ী সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি এই পর্যটন অঞ্চল । সৌন্দর্য বিক্রির টাকায় একদিন এখানে সভ্যতা গড়ে ওঠবে ।কক্সবাজার থেকেও শতগুন লোক সমাগম হবে এই এলাকায় ।এখনও থাকা খাওয়ার সুবিধা গড়ে ওঠেনি । সুনামগঞ্জ শহরে সুরমাভেলী রেসিডেন্টসিয়েল রিসোর্ট এ ২ রাত কাটিয়ে টাংগুয়ার হাওর এবং বারিকীয়ার টিলা দেখে আসতে পারেন ।
টাংগুয়ার হাওরের কিছু ছবি

Facebook Comments