banner

রবিবার, ০৪ মে ২০২৫ ইং, ,

পোস্টটি 7 বার পঠিত

 

রাবিতে ছাত্রীসংস্থার সহায়তা বুথ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের প্রথম ধাপের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। দুপুর আড়াইটায় শুরু হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা। এ ব্যস্ত সময়ে ভর্তি-ইচ্ছুক ছাত্রীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (২৬ এপ্রিল) সকালে ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে ছাত্রী সংস্থার সদস্যরা একটি সহায়তা বুথ স্থাপন করেন। এখানে স্যালাইন, পানীয় জল সরবরাহের পাশাপাশি যেসব ছাত্রী আবাসন সমস্যায় পড়েছেন, তাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে।
সংস্থার এক সদস্য জানান, তাদের কার্যক্রম তিনটি পর্যায়ে পরিচালিত হয়—দাওয়াত, সংগঠন ও প্রশিক্ষণ এবং কল্যাণ ও সমস্যা সমাধান। ভর্তি পরীক্ষার সময় অসচ্ছল ছাত্রীদের আর্থিক সহায়তা, প্রাথমিক চিকিৎসা, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বছরের অন্যান্য সময়েও শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক উদ্যোগে অংশ নেয় সংস্থাটি।

আরেক সদস্য জানান, ইসলামী জীবনবোধে আলোকিত আদর্শ নারী গড়ে তোলাই বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার মূল লক্ষ্য। ১৯৭৮ সালের ১৫ জুলাই ঢাকায় ১৮ জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম শুরু হয় ১৯৮০ সালে এবং আজও তা সফলভাবে পরিচালিত হচ্ছে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী আফরোজ মনি বলেন, “এ ধরনের সহায়তা সত্যিই প্রশংসনীয়। অনেক সময় ছাত্রীদের পক্ষে সরাসরি সহায়তা চাইতে দ্বিধা হয়। কিন্তু এখানে আপুরা পাশে থাকায় আমরা সাহস পাচ্ছি। রাতে থাকার ব্যবস্থাও করেছেন তাঁরা, আমাদের প্রতি তাঁদের যত্নশীল আচরণ অনেক স্বস্তি দিয়েছে।”

Facebook Comments