banner

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 147 বার পঠিত

রাজধানীতে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

attohotta logo

 

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বেগুনবাড়ি এলাকায় মুক্তা (১৮) নামের এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫ টায় তার লাশটি উদ্ধার করা হয়।

সূত্র জানায়, মুক্তার স্বামীর নাম রাজু ওরফে রতন। তাদের গ্রামের বাড়ি নরসিংদী রায়পুরার শিবগ্রাপুরে। তারা বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকার ৩৭/১/এফ নম্বর বাড়ির ৪র্থ তলায় ভাড়া থাকতেন। মুক্তা ওই এলাকার একটি গার্মেন্টেসে চাকরি করতেন।

নিহতের প্রতিবেশীরা জানায়, শনিবার দুপুর দেড়টায় মুক্তা বাসার দরজা বন্ধ করে। পরে এক প্রতিবেশী তার কিছুক্ষণ পরে তাকে ডাক দিয়ে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে রুমের ফ্যানের লোহার রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মাসুদ রানা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

এসআই মাসুদ রানা জানান, আত্মহত্যার কারণ এখনো জানা সম্ভব হয়নি। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

অপরাজিতাবিডি ডটকম/প্রতিানাধ/আরএ/এ/১৩ এপ্রিল, ২০১৪

Facebook Comments