banner

বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ ইং, ,

পোস্টটি 86 বার পঠিত

ফরিদপুরে মহিলা সহকারী কমিশনারকে ইভটিজিংয়ের দায়ে ৩ মাসের কারাদন্ড

অপরাজিতাবিডি ডটকম, ভাঙ্গা(ফরিদপুর): ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মহিলা সহকারী কমিশনারকে (ভুমি) ইভটিজিংয়ের দায়ে গত বৃহস্পতিবার রাতে এক যুবককে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

কারাদন্ড প্রাপ্ত যুবক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার আলীপুর গ্রামের পিয়ার হোসেন বকালি পুত্র মোয়াজ্জেম হোসেন(৩২)। সে ঢাকা পুলিশ হাসপাতালের কর্মচারী।

 

জানা গেছে, উপজেলা সহকারী ভুমি কমিশনার লুৎফন নাহার গত বুহস্পতিবার বিকালে ফল কিনতে ভাঙ্গা বাজারে যায়। সেখানে মটর সাইকেলে থাকা দুই যুবকের কাছে তিনি ইভটিজিংয়ের শিকার হন। স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় মোটর সাইকেলসহ এক যুবককে আটক করে সহকারী কমিশনার (ভুমি)। রাতে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত যুবককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২২মার্চ, ২০১৪

Facebook Comments