banner

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং, ,

Daily Archives: April 23, 2024

 

তোমরা যারা ‘সংবাদ পাঠক’ হতে চাও

ডা. সাকলায়েন রাসেল


সবচেয়ে বেশি যে ম্যাসেজটি আসে…ভাই, সংবাদ পাঠক হতে চাই। একটু সাহায্য করবেন, প্লিজ। আজকের লেখা তাঁদেরই জন্যে।

এ পেশায় এসো না যদি
—————————
১। নিউজ পড়লে মানুষ বাহবা দিবে…অনেকে সমীহ করবে…আমি একটু ভাব নিয়ে চলতে পারব…মনে যদি এমন ভাবনা থাকে।
২। আমি নিউজ পড়ি এটা দেখিয়ে…আমার পেশায় স্বার্থ হাসিল করতে পারব!

সংবাদ পাঠক সম্পর্কে কিছু ভুল ধারণা
———————————————-
১। এ পেশায় চেহারা খুব ভাল লাগে…মোটেও না…স্ক্রিনে মোটামুটি ভাল দেখা গেলেই হল।
২। শুধুমাত্র তকদ্বীর করেই সংবাদ পাঠক হওয়া যায়…
না, কারণ এটা এমন এক পেশা যেখানে তোমার যোগ্যতা প্রথম দিন থেকেই স্ক্রিনে দেখা যায়…তকদ্বীর তোমার বাড়তি যোগ্যতা হতে পারে, মূল যোগ্যতা না।
৩। সংবাদ পাঠ করে অনেক টাকা পাওয়া যায়…
না, চ্যানেলগুলোতে যে সম্মানী দেয়া হয় তাতে খুব কম সময়ে সংবাদ পাঠক সম্মানিত বোধ করেন।

সংবাদ পাঠে যোগ্যতা
————————–
১। শুদ্ধভাবে কথা বলতে পারা।
২। সংবাদ পরিবেশন সুন্দর হওয়া।
৩। ক্যামেরা বান্ধব চেহারা বা স্ক্রিনে সুন্দর দেখায় এমন চেহারা।
৪। সংবাদ মনোস্ক মানসিকতা থাকা।
৫। কমপক্ষে গ্রাজুয়েশন থাকা…অনেক চ্যানেলে এটা শিথিলযোগ্য।

কিভাবে শুরু করবে
———————–
১। যে কোন জায়গা থেকে শর্ট কোর্স করে নিতে পার।
২। ভাল দুটো ফটো তুলে নিও… Side and Front View… প্রফেশনাল ফটোগ্রাফার হলে ভাল।
৩। এবার সিভি তৈরী কর… সিভি হবে সংক্ষিপ্ত ও আকর্ষনীয়।
৪। কোথায় ট্রেনিং করেছ সেটা বড় কথা নয়… অডিশনে তোমার পারফর্মেন্স গুরুত্বপূর্ণ।
৫। এবার সিভিটা সব টিভি ষ্টেশনে জমা দাও… রেডিও বাদ দিও না আবার…কারণ রেডিও এখন খুব ভাল একটা সংবাদ মাধ্যম… বছরে প্রতিদিনই এসব সিভি জমা নেয়া হয়… সময়মত অডিশনে ডাকা হয়।

অডিশন প্রস্তুতি
——————
১। যে চ্যানেলে যাবে… সে চ্যানেলের পোশাক আশাক আগে থেকেই দেখে নিও… সে রকম পোশাক পরেই অডিশনে যেও… প্লিজ, যেমন খুশী তেমন সেজো না।
২। অডিশনের আগের দিন ঐ চ্যানেলের সব বুলেটিন দেখবে…সেদিনের বা সেদিনের আগের দিনের বুলেটিন সাধারণত পড়তে দেয়া হয়।
৩। আগে থেকে প্রস্তুতি না নিয়ে হুট করে অডিশন দিবে না…এতে তুমি হতাশ হয়ে যেতে পার।
৪। অডিশনে ভয় থাকবেই…তারপরেও কনফিডেন্স হারাবে না।
৫। প্রতিদিন পত্রিকার খেলার পাতা পড়বে… খেলোয়াড়দের নামগুলো খুব কঠিন হয়… বিশেষ করে টেনিস… সবসময় অডিশনে খেলার অংশটা কঠিন হয়ে থাকে।
৬। সংবাদের মেরিট অনুযায়ী মুড চেঞ্জ করবে…মনে রাখবে, বাংলা শুদ্ধ ভাবে পড়তে পারা… আর সংবাদপাঠক হওয়া এক কথা নয় ।

আচ্ছা, আমি কি পারব
—————————
আমার চেহারা তো তেমন ভাল না… কন্ঠটাও না… তকদ্বীর করারও কেউ নেই… আমি কি পারব সংবাদপাঠক হতে…এমন প্রশ্ন থাকে অনেকের মনে…যারা নিজেকে নিয়ে শংকায় থাকে তাঁরা আসলে কোন কিছুই পারে না… তুমি, যদি মনে প্রাণে চাও…ধৈর্য ধরতে পার… তবে, অবশ্যই তুমি পারবে…তোমার চাওয়ায় তুমি কতটুকু সৎ… কতটুকু আন্তরিক সেটাই গুরুত্বপূর্ণ।
দুটো কারণে এবার ক্ষমা চেয়ে নিচ্ছি… প্রথমত, নিজের মধ্যে মাস্টারি ভাব আনতে লেখায় ‘তুমি’ বলে সম্বোধন করার জন্য… দ্বিতীয়ত, সংবাদ পাঠে মাত্র ৬ বছরের শিশু হওয়ার পরও এসব জ্ঞান দেয়ার সাহস দেখানোর জন্য… আশা করি, আমার প্রিয় সংবাদ পাঠকরা আমাকে ইঁচড়ে পাকা ভাববেন না!
—————————
সবার সফলতা কামনায়—
সাকলায়েন রাসেল

সিনিয়র সংবাদ পাঠক, মাইটিভি
সেক্রেটারী, সমাজকল্যাণ, নিউজ ব্রডকাস্টারস` এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সহকারী অধ্যাপক, ভাসকুলার সার্জারী
ইব্রাহিম কার্ডিয়াক, বারডেম