রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এক শিক্ষক ক্লাস চলাকালীন সময় বোরকা পরা ছাত্রীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সহযোগী অধ্যাপক এটিএম রফিকুল ইসলাম ছাত্রীদের ‘কালো কাক’ বলে কটাক্ষ করেন এবং অতীতে বহুবার শিক্ষার্থীদের ব্যক্তি ও পারিবারিক জীবন নিয়ে অশোভন মন্তব্য করেছেন।
ঘটনার পরপরই মাস্টার্স শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শিক্ষক রফিকুল ইসলাম শুধু পোশাক নয়, শিক্ষার্থীদের পারিবারিক পটভূমি, অর্থনৈতিক অবস্থা, এমনকি শারীরিক গঠন নিয়েও বিদ্রূপ করতেন। নাম ধরে অপমান, বাবার পেশা নিয়ে কটূক্তি, অঞ্চলভেদে শিক্ষার্থীদের হেয় করা—এসব ছিল তার বক্তব্যের নিয়মিত অংশ।
এক শিক্ষার্থী জানান, শিক্ষক রফিকুল ইসলাম প্রায়ই তাদের ‘টোকাই’, ‘বি-ক্লাস’ ইত্যাদি শব্দে অপমান করতেন এবং পছন্দের ছাত্রছাত্রীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতেন।
তবে অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে নয়, বিভাগের এক সিনিয়র শিক্ষকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। সেটিকেই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”
এ বিষয়ে বিভাগের সভাপতি ড. মুনসি মঞ্জুরুল হক জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় অ্যাকাডেমিক সভা ডাকা হয়। সভায় রফিকুল ইসলাম তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে যদি তিনি পুনরায় এ ধরনের আচরণ করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিভাগীয় প্রধান।