banner

শুক্রবার, ১৬ মে ২০২৫ ইং, ,

Daily Archives: May 15, 2025

 

মা তোর নাকফুল বেচতে দিবনা!


মনির মোহাম্মদ


ক,দিন আগে ফেইসবুকে বৃদ্ধাআশ্রমে একজন মায়ের আকুতি পড়ে মনটা খারাপ হয়ে গেল। সেই মা বলেছিল ‘ আমি মারা গেলে আমার নাকফুলটা বেচে আমার কাফনের ব্যবস্থ্যা করবে তোমরা’। লেখাটা পড়ে কলিজায় একটা ধাক্কা খেলাম। এ কেমন সন্তান যার মাকে নাক ফুল বিক্রি করে কাফনের ব্যবস্থা করতে হয়! জানিনা এই স্ট্যাটাস টা সেই সন্তান পড়বে কিনা? যে মা এতো কষ্ট করে সন্তানদের গভীর মমতায় আগলে রেখে সমাজে প্রতিষ্ঠিত করেছেন।

সেই সন্তানরা আজ ব্যস্থতার দোহাই দিয়ে মা-বাবাকে ফেলে আসছে বৃদ্ধাআশ্রম নামক আধুনিক সভ্যতার এক নতুন জঘন্য জীবনে।যেই বয়সে সন্তানদের সেবা আর ভালবাসা পাবার কথা, সেই বয়সে বৃদ্ধাআশ্রমে একলা বসে জীবনের শেষ প্রহর ঘুনছে।

ধিক শত ধিক সেই সব সন্তানদের! পরিশেষে একটি কথা বলতে চাই মা তোর নাকফুল বেচতে দিবনা। বুকের রক্ত বিক্রি করে হলেও তোর মুখে হাসি ফুটাবো, আগলে রাখবো বুকের গভীরে।

ভাল থাকিস মা,
ইতি তোর একজন সন্তান।
——-ম নি র মো হা ম্ম দ!

 

ইথিওপিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট

 


নারী সংবাদ


ইথিওপিয়া বৃহস্পতিবার প্রথমবারের মত একজন নারী প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে।

পেশাদার কূটনীতিক শাহলি-ওয়ার্ক জিওদি আইন প্রণেতাদের সর্বসম্মত ভোটে নির্বাচিত হন। তিনি মুলাতু তেশমের স্থলাভিষিক্ত হলেন। ইতোপূর্বে মুলাতু পদত্যাগ করেন।

শাহলি-ওয়ার্ক ষাটের দশকের শেষ দিকে ফ্রান্স, জিবোতি, সেনেগালে ইথিওপিয়ার দূত হিসেবে কাজ করেন।

প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাতিসংঘে আফ্রিকান ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা ছিলেন। ইংরেজী, ফরাসী ও আমহারিক ভাষায় তার বিশেষ দক্ষতা রয়েছে।

ইথিওপিয়ায় প্রধানমন্ত্রী রাজনৈতিক ক্ষমতা পরিচালনা করেন। প্রেসিডেন্টের ক্ষমতা মূলত উৎসব ও অনুষ্ঠানে যোগদানের মধ্যেই সীমাবদ্ধ।

দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গত সপ্তাহে ২০ সদস্য বিশিষ্ট একটি ছোট মন্ত্রীসভা গঠন করেন। এ মন্ত্রীসভার অর্ধেকই নারী। সুত্র: বাসস।