banner

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ইং, ,

Daily Archives: May 15, 2025

 

ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে নগ্ন করে ঘুরিয়ে থানায় দিল জনতা

নারী সংবাদ


দুই বছর ধরে নিজের ছাত্রীকে ধর্ষণ করে আসছিলেন তিনি। অবশেষে ধরা পড়ে যান। তবে প্রচলিত আইনের শাস্তি ছাড়াও তাকে মুখোমুখি হতে হয় জনরোষের। এলাকাবাসীই তাকে গণধোলাইয়ের পর নগ্ন করে সারা শহর ঘুরিয়ে পুলিশে সোপার্দ করে।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের ইলুরু শহরে। স্থানীয় পুলিশ জানিয়েছে, রামবাবু নামের এক ইংরেজির শিক্ষকের বিরুদ্ধে দু’বছর ধরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সম্প্রতি ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। গর্ভপাত করানোর জন্য রামবাবু ওই ছাত্রীকে ওষুধ দেন। তারপরই ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাধ্য হয়ে পুরো বিষয়টি নিজের বাড়িতে জানায় ওই ছাত্রী।

তার কাছে এসব কথা জানার পর ওই শিক্ষকের বাড়িতে হানা দেয় ছাত্রীর পরিজনরা। তাকে ব্যাপক মারধর করা হয়। নগ্ন করে হাঁটিয়ে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়। থানায় পৌঁছনোর পর অভিযুক্ত রামবাবুকে জামা-কাপড় দেয় পুলিশ। ধর্ষণের অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

সূত্র : এনডিটিভি