banner

রবিবার, ০৪ মে ২০২৫ ইং, ,

Daily Archives: May 1, 2025

 

বৃহত্তম কবিরা গুনাহ কী?

শিরক ব্যতীত প্রত্যেক পাপের ক্ষেত্রেই আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তির একটি সম্ভাবনা আছে। তাওবাই শিরকের একমাত্র প্রতিকার। এমন বড় শিরক রয়েছে যা দীন ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার অন্যতম কারণ।

আল্লাহর সঙ্গে শিরক করা যে কোনো বিচারে সবচেয়ে বড় হারাম ও মহাপাপ। আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,

«أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الكَبَائِرِ؟» ثَلاَثًا، قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «الإِشْرَاكُ بِاللَّهِ…»

“আমি কি তোমাদেরকে বৃহত্তম কবীরা গুনাহ সম্পর্কে অবহিত করব না (তিনবার)? সাহাবীগণ বললেন, অবশ্যই বলবেন, হে আল্লাহর রাসূল! তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা …..”। [সহিহ বুখারি, হাদিস নং ৫৯৭৬; সহিহ মুসলিম, হাদিস নং ৮৭]

শিরক ব্যতীত প্রত্যেক পাপের ক্ষেত্রেই আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তির একটি সম্ভাবনা আছে। তাওবাই শিরকের একমাত্র প্রতিকার। আল্লাহ বলেছেন,

إِنَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُ

“নিশ্চয় আল্লাহ তার সঙ্গে কৃত শির্ককে ক্ষমা করবেন না। তাছাড়া যত গুনাহ আছে তা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। [সূরা আন-নিসা, আয়াত: ৪৮]

এমন বড় শিরক রয়েছে যা দীন ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার অন্যতম কারণ। এরূপ শিরককারী ব্যক্তি যদি ঐ অবস্থায় মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। দুঃখজনক হলেও সত্য, অনেক মুসলিম দেশেই আজ শিরকের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে।

মূল : শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ
অনুবাদক : মু. সাইফুল ইসলাম
সম্পাদক : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
গ্রন্থনায় : ওয়ালি উল্লাহ সিরাজ
সৌজন্যে : ইসলামহাউজ

 

রান্নাঘরের টুকিটাকি দিয়ে তুলে ফেলুন মেকআপ

সুন্দরভাবে মেকআপ তোলার জন্য মেকআপ রিমুভার যে কত গুরুত্বপূর্ণ প্রতিটি নারীই তা জানেন। সুন্দরভাবে মেকআপ করলে হয় না, এটি সঠিক নিয়মে তোলাটাও অনেক গুরুত্বপূর্ণ। কারণ মেকআপ সঠিক নিয়মে তোলা না হলে ত্বকে ব্রণ দেখা দেয়, শুধু ব্রণ নয় এটি বলিরেখাসহ ত্বকে নানা সমস্যা সৃষ্টি করে। বাজার ঘুরলে নানা মেকআপ রিমুভার কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারের মেকআপ রিমুভার ত্বকে অনেক সময় নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এই পার্শ্ব প্রতিক্রিয়ার হাত থেকে বাঁচতে ব্যবহার করুন প্রাকৃতিক রিমুভার।

১। দুধ

দুধ বেশ ভাল প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। একটি তুলোর বল কাঁচা দুধে ভিজিয়ে নিন। এবার এটি ত্বকে আলতো হাতে ঘষে ঘষে মেকআপ তুলুন। দুধের প্রোটিন, ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট ত্বক থেকে ময়লা দূর করে, ত্বক ময়েশ্চার করে।

২। ময়দা এবং টকদইয়ের মেকআপ রিমুভার

এক টেবিল চামচ ময়দা, এক চিমটি হলুদ গুঁড়ো এবং প্রয়োজনমতো টকদই একটি বাটিতে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে মুখ ২/৩ মিনিট ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মেকআপ ত্বকের গভীর থেকে দূর হওয়ার পাশাপাশি ত্বক থাকবে সুস্থ।

৩। শসা

শসা কুচি করে রস তৈরি করে নিন। এবার শসার রস একটি এয়ার টাইট পাত্রে রেখে সংরক্ষণ করুন। মেকআপ তোলার সময় শসার রসের সাথে কয়েক ফোঁটা অলিভ অয়েল অথবা কাঁচা দুধ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করুন।

৪। নারকেল তেল

মেকআপ তোলার সহজলভ্য এবং কার্যকরী প্রাকৃতিক উপাদান হল নারকেল তেল। এটি সব ধরণের ত্বকে ব্যবহারযোগ্য। হাতের আঙ্গুলে অথবা একটি তুলোর বলে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে ত্বকে ম্যাসাজ করে লাগান। তারপর ভেজা টাওয়াল দিয়ে মুছে ফেলুন। দেখুন সুন্দরভাবে মেকআপ উঠে গেছে।

৫। টকদই

রান্নাঘরের আরেকটি অন্যতম উপাদান হল টকদই। ত্বকের নানা সমস্যা দূর করতে টকদই ব্যবহার করা হয়। ত্বক পরিষ্কার করতেও টকদই বেশ কার্যকর। একটি তুলোর বলে টকদইয়ে ভিজিয়ে নিন। এরপর এটি ত্বকে ভাল করে ঘষে নিন। কিছুক্ষণ পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এছাড়া মধু, বেবি অয়েল, অ্যালোভেরা জেল, সানফ্লাওয়ার অয়েল ইত্যাদি প্রাকৃতিক মেকআপ রিমভার হিসেবে কাজ করে।

লিখেছেন
নিগার আলম

 

ইমরানের গানের মডেল কল্পনা, সঙ্গে আশফাক-সায়রা

এ বছরের শুরুর দিকে প্রকাশিত হয় ইমরান-তাহসানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’। অ্যালবামের সব গানের কথা লেখেন রবিউল ইসলাম জীবন এবং সুর এবং সঙ্গীতপরিচালনা করেন ইমরান। এই অ্যালবামেরই ‘নিশি রাতে চান্দের আলো’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে খুব শিগগিরই। গল্পভিত্তিক এই মিউজিক ভিডিওতে মায়ের ভূমিকায় দেখা যাবে পরিচিত মুখ খালেদা আক্তার কল্পনাকে। প্রায় তিন বছর পর কোন মিউজিক ভিডিওর জন্য আবারও শুটিং করলেন কল্পনা। মিউজিক ভিডিওটির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন আশফাক রানা ও সায়রা। এটি নির্মাণ করছেন সৈকত রেজা।

এ প্রসঙ্গে খালেদা আক্তার কল্পনা  বলেন, ‘মিউজিক ভিডিওর জন্য অনেক প্রস্তাব আসে। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিই। এই মিউজিক ভিডিওর গল্প শুনে পছন্দ হয়েছে বলেই রাজি হয়েছি। দর্শকরা ভালো কিছুই পেতে যাচ্ছে।‘

অন্যদিকে ইমরান বলেন, ‘খালেদা আক্তার কল্পনার অভিনয়ের ভক্ত আমি। আমার গানে তিনি অভিনয় করেছেন এটা ভাবতেই ভালো লাগছে। অডিওতে গানটির জন্য অনেক সাড়া পেয়েছি। আশা করছি মিউজিক ভিডিও প্রকাশের পর সেই সাড়াতে নতুন মাত্রা যোগ হবে।‘

নির্মাতা সৈকত রেজা বলেন, ‘অনেক আগেই গানটি শুনেছি। মিউজিক ভিডিও নির্মাণের দায়িত্ব যখন আমার উপর পড়ল তখন থেকেই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।‘

উল্লেখ্য, ‘নিশি রাতে চান্দের আলো’ গানটি দিয়েই প্রথমবারের মতো কোন ফোক গানে কণ্ঠ দেন ইমরান। অ্যালবামটি বাজারে এনেছিল প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।

 

মাগুরায় গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন, গ্রেফতার ২

ছাগলে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগে মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামে মালতী রাণী (৪০) নামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে সদর উপজেলার কুকনা ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কয়েকজন মালতী রাণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে।

মালতী রানী জানান, সংসারে বাড়তি আর্থিক জোগানের জন্য তিনি হাঁস-মুরগি পালন করেন ও ফাঁকা মাঠে গরু-ছাগল চরান। এ নিয়ে প্রতিবেশী ভরত কুমার প্রায়ই তাকে বকাঝকা করেন। বিষয়টি এলাকার কয়েকজনকে জানালে ভরত কুমার তার ওপর ক্ষিপ্ত হন ও মালতীর একটি গরু সম্প্রতি লোক দিয়ে গোয়াল থেকে খুলে নিয়ে যান। ঘটনাটি মালতী মাগুরা সদর থানায় অবহিত করলে ভরত কুমার তার ওপর আরও ক্ষিপ্ত হন। এরই এক পর্যায়ে গতকাল বিকালে মালতী রানীর পোষা ছাগল ভরত কুমার ঘোষের সবজি খেতে ঢুকে পড়লে ভরত কুমার ও অন্যরা তার নামে নানা কুৎসা রটিয়ে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করে নির্যাতন চালান। বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানালে অভিযুক্তরা তার বাঁধন খুলে দেন।

নির্যাতিত মালতী রানী কুকনা গ্রামের রতন কুমার শীলের স্ত্রী।

এদিকে খবর পেয়ে পুলিশ এসে মালতীকে উদ্ধার করে। এ ঘটনায় সুলতা মাগুরা সদর থানায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পরে শুক্রবার রাতে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হবে।

 

এক মিনিটে তৈরি করুন মজাদার চিজকেক

বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি খাবার হল “চিজকেক”। বড় বড় বেকারীতে গেলে দেখতে পাওয়া যায় নানান স্বাদের চিজকেক। অনেকেই আছেন যারা ঘরে কেক তৈরি করেন। আপনি চাইলে চিজকেকও ঘরে তৈরি করে নিতে পারেন। তাও মাইক্রোওয়েভে! মাইক্রোওয়েভে মাত্র এক মিনিটে তৈরি করে নিন দারুন মজার তিনটি চিজকেক।

উপকরণ:

ওরিয়ো চিজকেক

৪ আউন্স(১১৫ গ্রাম) চিজ ক্রিম

১ কাপ(২২৫ গ্রাম) টকদই

১/২ চা চামচ ভ্যানিলা

৪ টেবিল চামচ চিনি

২টি ডিমের সাদা অংশ

১ টেবিল চামচ ময়দা

১/৩ কাপ ওরিয়ো চকলেট বিস্কুট গুঁড়ো

নিউটেলা চিজকেকের জন্য আরও প্রয়োজন হবে  
নিউটেলা
ওরিয়ো কুকিস

ফানফেটি চিজকেকের জন্য আরও প্রয়োজন হবে

দুটি চিনিমুক্ত বিস্কুট

১ টেবিল চামচ স্পার্কেলস

প্রণালী:

ওরিয়েও চিজকেক

১। একটি পাত্রে ক্রিম চিজ, টকদই, ভ্যানিলা, চিনির গুঁড়ো, ডিমের সাদা অংশ এবং ময়দা ভাল করে বিট করে নিন।

২। এখন মগে প্রথমে ওরিয়ো বিস্কুটের গুঁড়ো দিয়ে দিন।

৩। এবার চিজের মিশ্রণের সাথে ওরিয়ো বিস্কুটের গুঁড়ো ভাল করে মেশান। মিশ্রণটি মগে ঢেলে দিন।

৪। উপরে কিছুটা বিস্কুটের গুঁড়ো ছিটিয়ে মাইক্রোওয়েভে এক মিনিট বেক করতে দিন।

৫। এক মিনিট পর এটি বের করে ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন।

৬। দুই ঘন্টার পর পেয়ে যান মজাদার ওরিয়ো চিজকেক।

নিউটেলা চিজকেকে

নিউটেলা চিজকেক তৈরির জন্য একটি পাত্রে নিউটেলা ভাল করে বিট করে নিন। এরসাথে চিজকেকের বেইজ (যেটি ওরিয়ো চিজকেক তৈরির জন্য ব্যবহার করা হয়েছে) সেটি মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল নিউটেলা চিজকেক।

ফানফেটি চিজকেক

ফানফেটি চিজকেক তৈরির জন্য পাত্রে প্রথমে বিস্কুটের গুঁড়ো দিয়ে তার উপর চিজকেকের বেইজ (যেটি ওরিয়ো কেকের জন্য তৈরি করা হয়েছে) দিয়ে দিন। এর সাথে  স্পার্কেলস দিয়ে দিন। তারপর ওরিয়েও চিজকেক তৈরির সম্পূর্ণ প্রণালীটি অনুসরণ করুন।

এইভাবে পছন্দমত চিজকেক তৈরি করে ফেলুন মাত্র এক মিনিটে।