banner

শনিবার, ০৩ মে ২০২৫ ইং, ,

Daily Archives: May 1, 2025

 

রোজা তো প্রায় শেষ, এখন করণীয় কী?

কুরআনুল কারিম আরও বলছে, তারা কি আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসবে না এবং তাদের গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবে না? অথচ আল্লাহ তো ক্ষমাশীল এবং মেহেরবান। (সুরা মায়েদা :৭৪)

ইমাম গাজালি মিনহাজুল আবেদিন গ্রন্থে বলেন, তওবা হলো, পাপের জন্য অনুশোচনার মাধ্যমে সৃষ্ট মনের বিশেষ ভাব-তরঙ্গ। সেই অনুশোচনার ভাব হৃদয়ে ঢেউ খেললে মানুষ পবিত্র হয়। পাপ থেকে মুক্তি পায়। মন পরিচ্ছন্ন হয়। তওবার শুরুতে করণীয় হলো- হৃদয়ে পাপের প্রতি চরম ঘৃণা সৃষ্টি। পরকালের আজাব-গজবের ভয়ে আল্লাহর স্মরণ ও নিজের অক্ষমতার জন্য অনুশোচনা। তখন তওবা কবুলের সম্ভাবনা আছে। তওবার গুরুত্ব সম্পর্কে কোরআনে বর্ণিত- হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা কর, তওবায়ে নাসুহা বা বিশুদ্ধ তওবা। আল্লাহ পাপ মোচন করে দেবেন। ( সুরা তাহরীম : আয়াত ৮)

কুরআন আরও বলছে, যারা তাওবা করে, ঈমান আনয়ন করে এবং ভালো কাজ করে আল্লাহ তায়ালা তাদের খারাপ কাজগুলোকে ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু আর যারা তওবা করে এবং নেক কাজ করে আল্লাহর প্রতি তাদের তওবাই সত্যিকারের তওবা। (সুরা ফুরকান : ৭০-৭১)

কুরআনুল কারিম আরও বলছে, তারা কি আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসবে না এবং তাদের গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবে না? অথচ আল্লাহ তো ক্ষমাশীল এবং মেহেরবান। (সুরা মায়েদা :৭৪)

আল্লাহর দেওয়া ক্ষমার প্রতিটি মুহূর্তকে তওবা-ইসতেগফারে কাজে লাগানো। পাপের গ্লানিতে অনুতপ্ত হওয়া। বরফ গলা জীবনে তওবাই আশার আলো। এক জীবনের পাপ মাফ পাওয়ার একমাত্র অবলম্বন তওবা। হজরত আনাস রা. বলেন, আমি রাসুল সা. কে বলতে শুনেছি। আল্লাহ তায়ালা বলেন, হে বনি আদম, তুমি যতক্ষণ আমাকে ডাকবে ও আমার প্রতি প্রত্যাশা করবে, আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমার থেকে যত পাপই প্রকাশ পাক, এতে আমি কোনো পরোয়া করি না। হে বনি আদম, তোমার গুনাহ যদি ঊর্ধ্বগগন পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি সামান্য পরোয়া করি না। হে বনি আদম, তুমি যদি আমার কাছে দুনিয়াভরা গুনাহ নিয়ে আস, অতঃপর শিরকে লিপ্ত না হয়ে আমার সঙ্গে সাক্ষাত কর, আমি তোমার নিকট জমিন ভরা ক্ষমা নিয়ে উপস্থিত হব। (তিরমিজি : ৩৬০৮)

রাসুল সা. বলেছেন, দুর্ভাগ্য ওই ব্যক্তির, যে রোজা পেয়েও নিজের পাপ মোচন করাতে পারল না। (তিরমিজি শরিফ)
বন্ধুরা, নীরবে ভাবুন। আমরা আজ রোজা পেয়েছি। আগামী দিন পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। গত বছর একসঙ্গে রোজা রেখেছি, তারাবি পড়েছি। এ বছর তাদের অনেকেই জীবিত নেই। আমাদের জীবনের মূল্যবান সময় বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। জীবনের অন্যায় অপরাধের ক্ষমার জন্যই এ মহান শক্তির কাছে যাব, যিনি বান্দাকে ক্ষমা করেই আনন্দ পান। যার প্রশস্ত দরবার বান্দার প্রার্থনা কবুল করে। পাপমুক্তির জন্য তওবার নিখুঁত পদ্ধতি সম্পর্কে ইমাম গাজালি এভাবে বলেছেন- তওবার আগে গোসল করবে, গায়ের জামাকাপড় পরিবর্তন করবে। নিভৃত স্থানে চার রাকাত নফল নামাজ পড়বে। সিজদায় পড়ে কপাল মাটিতে লুটিয়ে দেবে। পাপের অনুশোচনায় কাঁদবে।

মনকে প্রবোধ দেবে, আল্লাহর দরবারে মুক্তির পথ খোলা আছে। যে ব্যক্তি এই দুয়াটি পড়বে আল্লাহ তায়ালা তার সব গুনাহ মাফ করে দিবেন যদিও তার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে থাকে। (তিরমিজি ৩৬৪৮)।

মুফতি হুমায়ুন আইয়ুব
সিনিয়র বিভাগীয় প্রধান, দৈনিক আমাদের অর্থনীতি

 

গরমে ঈদের সাজে স্নিগ্ধতা

ঈদের দিন নতুন পোশাক পরবো আর মনের মতো সাজগোজ থাকবে না তা কি হয়? কিন্তু এই সাজগোজের চরম শত্রু হল গরম। সাজ শেষ করার একটু পরেই ঘেমে খসে পড়ে শখের মেকআপ। তাই এবারের ঈদ বর্ষা আর গরমের মধ্যে হওয়ায় শখের সাজ-পোশাক নিয়ে একটু চিন্তায় পড়তেই হচ্ছে। সব চিন্তাকে দূরে ঠেলে গরমেও সাজের স্নিগ্ধতা বজায় রাখার কিছু কৌশল শিখে নিন এখনই।

– ভারি ফাউন্ডেশন ও বেশি ক্রিম ব্যবহার করা যাবে না। বেশি ক্রিম বা ফাউন্ডেশনে ত্বক ঘামলে তা গলে পড়বে, থকথকে দেখাবে। হালকা ফাউন্ডেশনের ওপর এসপিএফসহ ম্যাট পাউডার ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন।

– গরমে লিপ গ্লসের চেয়ে ম্যাট লিপস্টিক ব্যবহার করাই ভালো। গোলাপি লিপস্টিক গ্রীষ্মকালে বেশ মানানসই।

– গরমে চোখের মেকাআপ অত্যন্ত জটিল। নিউট্রাল টোনের স্টিক, পানিনিরোধী মাসকারা ও লাইনার ব্যবহার করতে পারেন। হালকা করে আইশ্যাডো দিয়ে রাঙিয়ে নিতে পারেন চোখের পাতা। গাঢ় আইলাইনার এই গ্রীষ্মের সন্ধ্যায় অসাধারণ লাগবে। তবে ডিপ আইশ্যাডো ইনডোর কোনো প্রোগ্রামেই মানানসই হতে পারে।

– পায়ের নখে উজ্জ্বল গাঢ় রঙের নেইল পলিশ লাগাতে পারেন। বর্তমান ট্রেন্ডে গাঢ় উজ্জ্বল রঙের লেইল পলিসের প্রচলন অনেক বেশি। বিশেষ করে পায়ের নখে তো বটেই। আপনি যদি খোলা জায়গায় হাঁটতে চান বা চপ্পল পায়ে হাঁটতে চান তাহলে অবশ্যই পোশাকের ভেতর থেকে গাঢ় একটি রঙ বাছাই করুন। এবার সেই রঙের নেইলপলিস লাগিয়ে পাকে দিতে পারেন জাঁকজমক একটি লুক। হাতের নখে দিতে পারেন নানা রকম আর্ট। হাতের পাঁচটি আঙুলে দুটি বা তিনটি রঙের নেইলপলিসের এখন দারুণ মিশ্রণ চলছে। সেভাবে সাজিয়ে নিতে পারেন আপনিও।

– সাজের সঙ্গে মানানসই টুকিটাকি অনুষঙ্গ খারাপ লাগবে না, বরং সাজকে পরিপূর্ণ করবে। আবার গরমে অস্বস্তিও বাড়াবে না।

 

বউকে নায়িকা বানাবেন তাসকিন!

ক্রিকেট মাঠের নক্ষত্ররা কখনো জ্বলে ওঠেন, কখনো থাকেন ঘোর আঁধারে। তবে সবকিছুর পরও তারা লাখো কোটি দর্শকের প্রিয় মুখ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। তেমনই তিনজন ভালো লাগার ক্রিকেটার নিয়ে মাছরাঙা টেলিভিশন ঈদ উপলক্ষে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ক্রিকেট ক্রিকেট’।

ব্যাটসম্যন, পেসার এবং স্পিনার তিনজন সাব্বির, তাসকিন এবং আরাফাত সানীকে নিয়ে এ অনুষ্ঠানের ধারণ কাজ সম্প্রতি শেষ হয়েছে।

মজার আড্ডায় সাব্বির জানিয়েছেন সুযোগ পেলে ক্যটরিনা কাইফ এবং কারিনা কাপুরের বিপরীতে অভিনয় করতে চান। তাসকিনের নিজের নায়িকা হিসেবে পছন্দ জ্যকলিন ফার্নান্দেজ আর আরাফাত সানীর পছন্দ মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান। তিন তারকাই নতুন করে ঝলসে ওঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তাসকিন বলেন, এমন একজন ক্রিকেটার হতে চাই যাতে করে আমাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হোক। ১০-২০ বছর পর সে চলচ্চিত্রে আমি নিজেও অভিনয় করবো, নায়িকা হিসেবে থাকবেন আমার হবু স্ত্রী।

মজার এই আড্ডার সঞ্চালক অভিনেত্রী-মডেল ঈশিকা খান। তিন ক্রিকেটারের এমন গোপন খবরগুলো বের করে আনলেন তিনিই।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা, এস এম হুমায়ূন কবীরের প্রযোজনায় ‘ক্রিকেট ক্রিকেট’ প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

 

চটপট বারবিকিউ চিকেন তৈরি হবে আপনার রান্নাঘরেই

রোজায় খাওয়া দাওয়া হয়ে পড়ে অনেকটাই বাঁধাধরা। ইফতারে ভাজাপোড়া, সন্ধ্যারাতে এবং সেহেরিতে ভাত। এই গৎবাধা রুটিন থেকে বের হয় অনেকেরই ইচ্ছে করে মুখরোচক কিছু খাওয়ার। বাইরে খাওয়ার সুযোগ না পেলে নিজেই ঘরে তৈরি করে নিন বারবিকিউ চিকেন। চলুন, দেখে নিই রেসিপিটি।
উপকরণ
– ১ টেবিল চামচ বারবিকিউ সস
– ৪টা বোনলেস চিকেন ব্রেস্ট
– ১টা মাঝারি গাজর, তেকোনা টুকরো করে কেটে সেদ্ধ করে রাখা
– অর্ধেকটা সবুজ জুকিনি, তেকোনা টুকরো করে কাটা
– অর্ধেকটা হলুদ স্কোয়াশ, তেকোনা টুকরো করে কাটা
– লবণ স্বাদমতো
– গোলমরিচের গুঁড়ো স্বাদমতো
– ১ টেবিল চামচ ওরচেস্টারশায়ার সস
– ৪ চা চামচ অলিভ অয়েল
– ৩/৪ কোয়া রসুন, ক্রাশ করা
– ৪/৬ টা পিঁয়াজ, অর্ধেক করা
– ১ চা চামচ শুকনো পার্সলি
– ১ চা চামচ ময়দা
– গার্নিশের জন্য ধনেপাতা, পুদিনাপাতা
প্রণালী
১) চিকেন ব্রেস্ট একটি পাত্রে নিন। এতে লবণ, গোলমরিচের গুঁড়ো দিন। ওরচেস্টারশায়ার সস, বারবিকিউ সস, এক টেবিল চামচ অলিভ অয়েল দিন এবং ভালো করে মিশিয়ে নিন। ম্যারিনেট হতে দিন।
২) ২ চা চামচ অলিভ অয়েল একটি নন-স্টিক প্যানে গরম করে নিন। এতে রসুন দিয়ে সোনালি করে সাঁতলে নিন। এরপর পিঁয়াজ দিয়ে সোনালি করে ভেজে তুলুন।
৩) এতে গাজর, জুকিনি এবং স্কোয়াশ দিন। ভালো করে নেড়েচেড়ে নিন। এতে দিন লবণ, গোলমরিচ গুঁড়ো এবং শুকনো পার্সলি। নেড়েচেড়ে মাখিয়ে রান্না হতে দিন এক মিনিট। টস করে নামিয়ে নিন।
৪) ওই প্যানেই আবার বাকি অলিভ অয়েল গরম করে নিন। ম্যারিনেট হওয়া চিকেন ব্রেস্ট এতে দিয়ে দিন। দুই দিকে সমানভাবে সোনালি করে রান্না করে নিন। ঢাকনা চাপা দিয়ে রান্না করুন যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। প্লেটে নামিয়ে নিন।
৫) সস তৈরির জন্য আধা কাপ পানি গরম করে নিন ওই প্যানেই। এতে ময়দা দিয়ে হুইস্ক করে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন। ছেঁকে নামিয়ে রাখুন একটি বাটিতে।
চিকেন ব্রেস্ট স্লাইস করে প্লেটে নামিয়ে নিন। এর পাশে ভেজিটেবল রাখুন, চিকেনের ওপরে কিছু সস ছিটিয়ে দিন। ধনেপাতা-পুদিনাপাতা দিয়ে সার্ভ করুন গরম গরম।