banner

শনিবার, ০৩ মে ২০২৫ ইং, ,

Daily Archives: May 1, 2025

 

কান্নার কারণে শিশুকে হত্যা করলেন মা

সন্তানের জন্য সবচেয়ে বেশি যন্ত্রণা কাকে সহ্য করতে হয়- এ প্রশ্নের সোজাসাপ্টা জবাব হচ্ছে মা। জন্মের পর শিশুসন্তানের জন্য রাতের পর রাত জেগে থাকতে হয় মাকে। অথচ সেই আদরের সন্তানকে নিজেই হত্যা করলেন এক মা। তাও স্রেফ কান্নার কারণে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের চার্লোট শহরের উউটেনবার্গে এ ঘটনা ঘটেছে।

গত ২০ মে স্থানীয় একটি হাসপাতালে ফুটফুটে শিশুর মা হন ২২ বছরের আইশিয়া মারি পাচেকো। তিনি তার ছেলের নাম রাখেন টেইলর। সন্তান জন্মের পর ফেসবুকে দেওয়া পোস্টে মারি লিখেছিলেন, ‘আমি ওকে অনেক ভালোবাসি। ওর মা হয়ে আমি গর্বিত।’

প্রতিবেশীরাও জানিয়েছেন, শিশুটিকে অনেক ভালোবাসতেন মারি। কিন্তু মঙ্গলবার সকালে শেরিফের কার্যালয়ে জরুরি সাহায্য চেয়ে ৯১১ নাম্বারে ফোন করেন মারি। পুলিশ গিয়ে দেখতে পায় শিশুটির মুখ ও নাক অস্বাভাবিক লাল। সঙ্গে থাকা চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

তবে পুলিশের ধারণা, মঙ্গলবার নয়, সোমবার রাতেই মারা গেছে শিশুটি। সম্ভবত তার মা-ই তাকে হত্যা করেছে।

পুলিশকে মারি বলেছেন, শিশুটি খুব কান্নাকাটি করছিল। তিনি কিছুতেই তাকে শান্ত করতে পারছিলেন না। এ জন্য তিনি তাকে নিজের বুকের সঙ্গে শক্ত করে জাপটে ধরেছিলেন। এতেই শ্বাস বন্ধ হয়ে মারা যায় সে।

স্থানীয় এক সংবাদমাধ্যমকে মারি বলেছেন,‘আমি দুঃখিত। কিন্তু আমি তাকে খুন করতে চাইনি। আমি কেবল তাকে শান্ত করতে চেয়েছিলাম।’

এ ঘটনায় মারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগও গঠন করা হয়েছে।

 

মেয়েদের ‘মেয়ে’ বলা যাবে না

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বেসরকারি স্কুলগুলোতে মেয়ে শিক্ষার্থীদের ‘মেয়েরা’, ‘তরুণী’ ও ‘কিশোরীরা’ না বলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যাতে বিব্রত না হয় সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের সংগঠন গার্লস স্কুলস অ্যাসোসিয়েশন সম্প্রতি শিক্ষকদের এ সংক্রান্ত পরামর্শ দিয়েছে। সংগঠনটি সবার জন্য একই টয়লেট নির্মাণেরও পরামর্শ দিয়েছে ।

সংগঠনটি শিক্ষকদের লিঙ্গ সমতা বোঝায় এমন শব্দ ব্যবহার করতে বলেছে। এ ক্ষেত্রে ‘মেয়েরা’, ‘তরুণী’ ও ‘কিশোরীরা’এসব শব্দের পরিবর্তে ‘শিক্ষার্থীরা’ শব্দটি ব্যবহার করতে বলেছে।

গার্লস স্কুলস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অক্সফোর্ডের হেডিংটন স্কুলের প্রধানশিক্ষক ক্যারোলিন জর্ডান বলেন, সমাবেশ শেষে ‘মেয়েরা পড়তে পড়তে যাও’ বলার পরিবর্তে শিক্ষকদের ‘শিক্ষার্থীরা পড়তে যাও’ বলা উচিৎ। আমি মনে করি প্রতি বছর অনেক তরুণ তাদের লিঙ্গ পরিচিতি নিয়ে প্রশ্নের মুখে পড়ছে।

লিঙ্গ ভিন্নতা নিয়ে কাজ করা সংগঠন জেন্ডারড ইন্টিলিজেন্সের চেয়ারম্যান জে স্টুয়ার্টই শিক্ষকদের এই সংগঠনকে এ পরামর্শ দিয়েছিলেন। তিনি জানান,  মোট জনগোষ্ঠীর এক শতাংশ রুপান্তরকামী এবং চার বছর বয়স থেকে তারা নিজেদেরকে ভুল লিঙ্গের বলে ভাবতে শুরু করতে পারে।

 

আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্ত নারী ঝিনাইদহের নাজমা খাতুনের উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন !

ঝিনাইদহের কোটচাঁদপুরের মহিলা ভাইস চেয়ারম্যান ও আন্তর্জাতিক নারী সম্মাননা পদক প্রাপ্ত নারী নেত্রী মোছা নাজমা খাতুন কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। ২৫ মে সমাজ সেবায় অবদান রাখা এই নারী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন। তাকে মন্ত্রানালয় থেকে আর্থিক ক্ষমতা দেওয়া হয় ১২ জুন।
উল্লেখ্য কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান একাধিক মামলার পলাতক আসামী মুহাম্মদ তাজুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করে চিঠি দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার।
গত ১৯ মে তারিখে পাঠানো এক প্রজ্ঞাপনে তাকে সায়িকভাবে বরখাস্ত করার আদেশ জারী করেন। প্রজ্ঞাপনে বলা হয় কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ তাজুল ইসলামের নামে দায়েরকৃত ৩টি মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়। আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি মর্মে সরকার মনে করে।

এদিকে কোটচাঁদপুরের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা নাজমা খাতুনকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় এলাকার মানুষ অভিনন্দন জানিয়েছেন। প্রতিদিন দুর দুরান্ত থেকে তার বাড়িতে সাধরণ মানুষ ছুৃটে আসছেন সৌজন্য সাক্ষাতের জন্য।
তবে নাজমা খাতুন মানুষের কষ্ট করার সে সুযোগ না দিয়ে তিনি নিজেই গ্রাম থেকে গ্রামান্তরে বেড়াচ্ছেন। সুবিধা বঞ্চিত মানুষ তাকে কাছে পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন। এদিকে উপজেলা পরিষদের কর্মচারীরা তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।