banner

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 139 বার পঠিত

১০ টাকার জন্য স্কুল ছাত্রীর আত্মহত্যা

attohotta

 

অপরাজিতাবিডি ডটকম, নীলফামারী : ১০ টাকার লটারির টিকেট কিনতে না পেরে মায়ের ওপর অভিমান করে গলায় দড়ি দিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

 

শনিবার ভোরে নীলফামারীর খামার বামুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রীর নাম পল্লবী রাণী। তার বাবার নাম ধর্ম নারায়ন।

 

নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকালে লটারির টিকেট কেনার জন্য পল্লবী তার মায়ের কাছে ১০ টাকা দাবি করে। এ সময় তার মা টাকা দিতে পারবেনা বলে জানান।

 

টাকা না পেয়ে পরে সে মায়ের ওপর অভিমান করে শনিবার ভোরে নিজ শোয়ার ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২৯ মার্চ, ২০১৪

Facebook Comments