banner

মঙ্গলবার, ২০ মে ২০২৫ ইং, ,

পোস্টটি 564 বার পঠিত

হাসপাতালে যোগ দিয়েই করোনায় আক্রান্ত ৫ নার্স

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ নার্সের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান এ তথ্য জানিয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, করোনা শনাক্ত হওয়া নার্সরা সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ওসমানী হাসপাতালে যোগ দেয়ার জন্য সিলেটে আসেন। বাইরে থেকে আসায় তাদের নমুনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজেটিভ আসে।

করোনা পরিস্থিতিতে সারা দেশের ন্যায় ওসমানী হাসপাতালেও নতুন ১৩৯ নার্স নিয়োগ দেয়া হয়েছে। গত ১৩ মে কর্মস্থলে যোগদানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়।

এদিকে, শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছেন ৩৫৮ জন। পুরো বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ছয়জন আর সুস্থ হয়েছেন ৬৯ জন।

গত ৫ এপ্রিল সিলেটে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। ১৫ এপ্রিল তিনি মারা যান।

সূত্র : ইউএনবি

Facebook Comments