হবিগঞ্জ প্রতিনিধি ,অপরাজিতাবিডি ডটকম
হবিগঞ্জ: জেলা শহরে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় এক বখাটেকে ছয় মাসের দণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম এই দণ্ডাদেশ দেন। দণ্ডিত যুবকের নাম তপন সরকার (২৬), তিনি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রমেন্দ্র সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী প্রাইভেটে যাওয়ার পথে চৌধুরী বাজার এলাকার নারিকেল হাটা নামক স্থানে রাস্তায় তপন সরকার তাকে বাধা দেয় এবং থু থু নিক্ষেপ করে। তখন ওই ছাত্রী চিৎকার দিলে স্থানীয় জনতা তপনকে আটক করে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
পরে, পুলিশ জেলা প্রশাসকের কার্যালয়ে খবর দিলে ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম ঘটনাস্থলে যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের চেম্বারে স্বাক্ষী ও উভয় পক্ষের বক্তব্য শুনে তপনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। পরে দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
দণ্ডিত তপন একজন মাদক ব্যবসায়ী। এর আগে মাদক মামলায় তিনি দু’বার হাজত খেটেছেন বলে ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া স্বীকারোক্তিতে জানিয়েছেন।
অপরাজিতাবিডিডটকম/আরএ/১৯১২২ফেব্রুয়ারী২০১৪