অপরাজিতাবিডি ডটকম,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কলেজ পড়ুয়া তিন ছাত্রীর ছবি বিকৃত করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগে পুলিশ সুব্রত দাস (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, উপজেলার গোর্কণ ইউনিয়নের তিন এইচএসসি পরীক্ষার্থীর ছবি বিকৃত করে ছাড়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। তিন ছাত্রীকে এলাকার কিছু বখাটে যুবক প্রায় বিরক্ত করে প্রেম নিবেদন করত। এতে তারা সাড়া না দেয়ায় বখাটে যুবকরা তিন ছাত্রীর ছবি সংগ্রহ করে তা বিকৃত করে ফেসবুকে ছেড়ে দেয়।
এ অভিযোগে নাসিরনগর থানার এস আই মো. শাহজালাল বাবুলের নেতৃত্বে পুলিশ চৈয়ারকুড়ি বাজারের তুহিন টেলিকমের মালিক সুব্রত দাসকে উপজেলা সদর থেকে গ্রেফতার করে। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার দোকান চৈয়ারকুড়ি বাজারের তুহিন টেলিকম থেকে তিন বান্ধবীর প্রকৃত ছবি, বিকৃতছবিসহ পিসি ও কম্পিউটার জব্দ করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় জেঠাগ্রামের মন্টু দাসের পুত্র সুজন দাস বাদি হয়ে একই গ্রামের প্রতিষ্ঠ পর্দানের ছেলে পবিত্র পর্দান (২৫), সুচেন্দ্র চন্দ্র দাসের ছেলে সুব্রত দাস (২৪) ও ধীরেন্দ্র দাসের ছেলে নিতাই দাসকে (২০) আসামি করে নাসিরনগর থানায় তথ্য প্রযুক্তি ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে ।
নাসিরনগর থানার ওসি আবদুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, আসামিদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরাজিতাবিডিডটকম/আরএ/৪ফেব্রুয়ারি২১৪০ঘন্টা২০১৪