banner

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 185 বার পঠিত

নারীদের সোজা হয়ে দাঁড়াতে হবে : খায়রুল হক

nari

 

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা : আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, দেশের সংবিধান ও আইন নারীদের নিরাপত্তা দিচ্ছে, তারপরও নারীরা সোজা হয়ে দাঁড়াতে পারছেন না।

শনিবার সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধে বিচারক, প্রশাসন, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসকসহ পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব একথা বলেন।

খায়রুল হক বলেন,‘মেয়েদের সবচেয়ে বড় শত্রু মেয়েরাই। মা  ছেলেকে দেন মুরগির রান আর মেয়েকে দেন মুরগির ডানা। নির্যাতনের শিকার নারী স্বামীকে পুলিশের হাতে তুলে দিতে চান না।’

তিনি নারীদের সোজা হয়ে দাঁড়ানো এবং সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। বর্তমানে নারী নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে আইনি সমস্যার চেয়েও সামাজিক সমস্যাকে বেশি দায়ী বলে উল্লেখ করেন সাবেক এই প্রধান বিচারপতি।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে এতে মূল বক্তব্য পড়ে শোনান পরিষদের সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম। এতে আরো অংশ নেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ-আল-মালুম, ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির জাতীয় উপদেষ্টা (টেকনিক্যাল) শরীফ আখতারুজ্জামান, এটিএন নিউজের নিউজ এডিটর (আউটপুট) প্রণব সাহা প্রমুখ।

অপরাজিতাবিডি ডটকম/প্রতিানাধ/আরএ/এ/১৩ এপ্রিল, ২০১৪

Facebook Comments