অপরাজিতাবিডি ডটকম, দাগনভূঞা: দাগনভূঞা পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টাকারী বখাটে আলাউদ্দিনকে ৭ দিনেও ধরতে পারেনি পুলিশ। ওই বখাটে ধরা না পড়ায় এলাকাবাসী, স্কুলের ছাত্রছাত্রীরা ও শিক্ষকরা দুঃখ প্রকাশ করেন।
নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন সংস্থা দাগনভূঞা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ক্লাইব। তার গ্রেফতার ও শাস্তির দাবিতে গত ২৭ জানুয়ারি স্থানীয় বৈরাগীর হাট বাজারে এক মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা। মানববন্ধনে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সোহেল আলাউদ্দিনকে ধরতে ১০ হাজার টাকা পুরস্কারও ঘোষনা করেন। কিন্তু এখনও ধরা না পড়ায় মেয়েটির পরিবার অসন্তোষ প্রকাশ করছে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি এসএসসি পরীক্ষার্থী মেয়েটি স্কুল থেকে সকাল ৯টায় কোচিং শেষে ৪ বান্ধবীসহ বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে বখাটে আলাউদ্দিন তাকে জোরপূর্বক ধরে মুখে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে বান্ধবীরা তাকে আহত অবস্থায় বাড়িতে নিয়ে যায়।
এ অবস্থায় দেখে মেয়েটির মা বখাটে আলাউদ্দিনের বিরুদ্ধে দাগনভূঞা থানায় নারী নির্যাতন মামলা করেন। স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবদুর রাজ্জাক এবং বিদ্যোত্সাহী সদস্য ওবায়দুল হক ছুট্টু জানান, স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে এ ধরনের ঘটনা আর কখনও ঘটেনি। ছাত্রীদের নির্বিঘ্নে চলাচলে এখন থেকে তারা কঠোর ভূমিকা নেবেন বলে জানান।
অপর দিকে ওসি নিজাম উদ্দিন জানান, বখাটে আলাউদ্দিনকে ধরতে মোবাইলের প্রযুক্তিসহ জোর প্রচেষ্টা চলছে।
অপরাজিতাবিডিডটকম/আরএ/১৯১২২ফেব্রুয়ারী২০১৪