চাঁদপুর প্রতিনিধি, অপরাজিতাবিডি ডটকম:
চাঁদপুরের কচুয়ায় এনজিওকর্মী ফারহানা আক্তার পান্নার (১৮) উপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পান্না বেসরকারি সাহায্য সংস্থা ‘সেবা’র কচুয়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ।
শনিবার রাতে উপজেলার নরুয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার শিকার পান্না বর্তমানে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
পরিবার সূত্রে জানা গেছে, রাতে প্রাকৃতিক কাজে সাড়া দিতে ঘরের বাইরে আসলে ওত পেতে থাকা স্থানীয় বখাটে যুবক আবুল হোসেন পান্নার উপর এসিড নিক্ষেপ করে। এর আগে দু’সন্তানের জনক বখাটে আবুল হোসেনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন পান্নার পরিবারের সদস্যরা।
এসিড নিক্ষেপের পরে গুরুতর আহত পান্নাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক পান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে পান্না হাসপাতালের তৃতীয় তলার ৮ নং বেডে আশংকাজনক অবস্থায় ভর্তি আছেন।
এ ঘটনায় রোববার পান্নার কাকা বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
অপরাজিতাবিডি ডটকম/আরএ/২০১২জানুয়ারি২০১৪