অপরাজিতাবিডি ডটকম:
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ অডিটোরিয়ামে শেষ হলো সপ্তাহব্যাপী ক্ষুদ্র উদোক্তাদের হাতে তৈরি ‘বুটিকস ও জুয়েলারী’ মেলা। সেখানকার একজন ক্ষুদ্র উদ্যোক্তা মনিকা ফ্যাশন হাউজের কর্ণধার মনিকা ইসলাম। তার সঙ্গে কথা বলেছেন রবিউল ইসলাম আওলাদ-
মনিকা ইসলাম। থাকেন মোহাম্মদপুরে। মাস্টার্স শেষ করেছেন ২০০৬ সালে। চাকরী করতেন ভালো এক কর্পোরেট হাইজে। কিন্তু ছোট বেলা থেকেই ইচ্ছা ছিল নিজের প্রচেষ্টায় এবং নিজ উদ্যোগে কোন কিছু করার। তাইতো চাকরি ছেড়ে নিজ বাসাতেই গড়ে তুলেছেন একটি ফ্যাশন হাইজ। যার নাম দিয়েছেন ‘মনিকা ফ্যাশন’।
মনিকা বলেন, ছোট বেলা থেকে ইচ্ছা ছিল নিজে কিছু করার। মুলত সেই ইচ্ছা থেকেই এই ফ্যাশন হাউজ গড়ে তুলেছি। কাজ শুরু করার পর এই প্রথম কোন মেলাতে স্টল দিয়েছি। স্টল দিয়ে খুব ভালো লাগছে। যেহেতু আমি নতুন কাজ করছি। তাই এখান থেকে অনেক কিছু শিখতে পারছি,জানতে পারছি।
আপনার ভবিষ্যত পরিকল্পনা কি? এমন প্রশ্নের জবাবে খুব তাড়াতাড়িই বলে দিলেন, আমার ভবিষ্যত পরিকল্পনা এই ফ্যাশন হাউজকে ঘিরেই। এটাকে আরো বড় পরিসরে গড়ে তুলা। এটাকেই আমি মুল পেশা হিসেবে গড়ে তুলতে চাই।
কেন আপনি এমন পেশায় আসলেন? দেখুন আমি একজন নারী আর এই পেশাতে আমি ঘরে বসেই কাজ করতে পারছি। পাশাপাশি আমার সংসার দেখা শুনা করতে পারছি। তাছাড়া এখানে আরো নারীর কর্মসংস্থান তৈরি করতে পারছি।
মেলাতে কোন ধরনের পণ্যের চাহিদা বেশি? সব ধরনের জিনিসই চলছে তবে ইন্ডিয়ান, এবং পাকিস্তানি কাপড়ের তৈরি পোশাকের চাহিদা একটু বেশি। দেশি পণ্যের কেমন চাহিদা? দেশি পন্যেরও চাহিদা আছে তবে দেশি পণ্যের তুলনায় বিদেশি পণ্যের চাহিদা একটু বেশি।
অপরাজিতাবিডি ডটকম/আরএ/৩১জানুয়ারী১৭৪১ঘন্টা২০১৪